উপজেলা সমবায় কার্যালয়,কিশোরগঞ্জ সদর।
১।নিবন্ধক মহোদয়ের সর্বশেষ সার্কুলার মোতাবেক উৎপাদনমুখী সমবায় সমিতি গঠনের লক্ষে তাড়াইল উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নে মোট .... টি অবহিতকরণ সভা,প্রাক নিবন্ধন সভা করা হয়েছে।
২। কার্যকর সমিতিগুলিকে আরো গতিশীল করার লক্ষে ইতোমধ্যে তদারকী,নার্সিং করতঃ আর্থসামাজিক উন্নয়নে যথেষ্ঠ ভূমিকা রেখেছে ।
৩। অকার্যকর সমিতিগুলোকে কার্যকর করার লক্ষে সমিতিগুলোকে নিয়মিত তদারকী,পরিদর্শন, করার কার্যকর উদ্যোগ অব্যাহত আছে।
৪।অত্র উপজেলাধীন কার্যকর সমিতিগুলোর মধ্যে বিশেষ করে .................................. একটি সফল সমবায় সমিতি হিসেবে চিহ্নিত। উক্ত সমিতি নিজস্ব উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবার কার্যক্রম অব্যাহত আছে।নিজস্ব অর্থায়নে আবাসন কার্যক্রম অব্যাহত আছে। বিশেষ করে নার্সারী কার্যক্রমে সমিতিটি বেশ সুনাম অর্জন করেছে বলে র্দশ্যমান। এ ছাড়াও সমিতিটি জাতীয় অনুষ্টান সহ জাতীয় সমবায় দিবস,আন্তর্জাতিক সমবায় দিবস সহ নানা অনুষ্ঠানে সমিতির অংশগ্রহণ ভুয়শী প্রশংসার দাবী রাখে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS